মন ভাঙা জোছনা ভালো আর লাগে না আজকাল
তবু দেখি সীমান্তে চরাচর জাগছে!
যাই হোক তাই হোক চল যাই হারিয়ে খেয়ালের দোতারায়
হয়তো বা ওপারে পাখিরা উড়ছে,উড়বেই তাতে কী
তুমি আমি সব্বাই এক নয় এটা ঠিক,জেনে দেখো ভিতরে কত কী ভাঙছে---
কেন যে চোখটা তাকিয়ে শূন্যে?কিছু কী বলবে এভাবে?
তাই যদি হয় হোক,দেখা হোক হৃদয়ের সচল এক বাগানে--
কতজন আমরা মিলেমিশে চলেছি আগামীর এ পথেই রবিবার প্রভাতে
যদি দেওয়া যায় এরই নাম পূন্যের দূতিময় ভালো হয়
এর পরেও আমি নেই বলবে?
-------------------------------------------
৭/১/২৪-অবুঝ মন -