আমি সবার নই
নরেশ পাটঘরা


আমি সবার নই ,শুধু তোমার।
এ কথাটা কতবার বলবো তোমাকে?
আকাশ কি বলে চাঁদকে
তোমাকে আমি বুকে ধরে আছি?


গভীর সমুদ্রে যেমন
জেগে থাকে প্রবাল পাহাড় ,
ঠিক তেমনি তুমি
জেগে থাকো আমার ভালোবাসার
অতল গভীরে; তাই
আমি সবার নই ,শুধু তোমার।


যত বার আমি আয়নায়
নিজেকে দেখি
তার চেয়ে অনেক বেশি বার দেখি
তোমাকে ।তবু মন ভরে না ।
মন চায় আরো দেখি
আরো ভালোবাসি ;তাই
আমি সবার নই ,শুধু তোমার।