ভালোবাসা রং বদলায়
নরেশ পাটঘরা


বিয়ের পরে কি স্বাধীনতা হারিয়ে যায়?
নাকি ভালবাসার রং বদলে যায়!
নাকি কথা ফুরিয়ে যেতে থাকে,
স্বপ্ন ফিকে হয়ে যেতে থাকে,
আর কর্তব্য মাথার উপর
পাথরের মতো চেপে বসতে থাকে?


ভালোবাসা হলো কতকটা
সদ্য ফোটা গোলাপের মতো
যত্নে না রাখতে পারলে
একদিন শুকিয়ে যায়;
তাই খুব যত্নে রাখতে হয়
বুকের মধ্যে শীতলতম ফ্রিজে  ।
যার বুকের ফ্রিজ
যত ভালো, তার ভালোবাসার গোলাপ
তত ভালো থাকে তাজা থাকে।


ভালো থাকার জন্য
আমরা যার হাত ধরি,
সে যখন কেড়ে নেয়
ভালো থাকার জায়গা গুলো?
তখন বাড়তে থাকে দূরত্ব
ভালোবাসা নামক রঙিন গোলাপটা
বিবর্ণ হয়ে মিশে যায়
মনের চোরাবালিতে!


তখন চারিদিকে চিকচিক করে ওঠে
শুধু জল আর জল।