ভালোবাসার আগল
নরেশ পাটঘরা


ভালোবাসার একটা যদি মানুষ থাকে
মন্দ কি?
সকাল দুপুর সন্ধ্যা বেলা
মাঝে মাঝে ঝগড়া হবে,
ভাব হবে ,আবার
রাতের বেলায় বসব দু'জন
খোলা আকাশ মাথায় নিয়ে।


ভালোবাসার একটা যদি মানুষ থাকে
মন্দ কি ?
কাছে পিঠে দুরে কোথাও
ঘুরতে যাব,
মনে জমা দুঃখগুলো
পাহাড় কিংবা সাগর বেলায়
আসবো রেখে।


ভালোবাসার একটা যদি মানুষ থাকে
মন্দ কি ?
যত বয়স বাড়তে থাকবে
গাঢ় হবে বুকের প্রেম
নির্ভরতা বাড়বে শুধু
একলা চলা তখন কঠিন।


ভালোবাসার একটা যদি মানুষ থাকে
মন্দ কি ?
রাতের বেলা ঘুম না এলে
মাথায় দেবে হাত বুলিয়ে,
নরম ঠোঁটে ছুঁয়ে দেবে
ঘুম পাড়ানির জাদুকাঠি।


ভালোবাসার একটা যদি মানুষ থাকে
মন্দ কি ?
সবাই ছেড়ে গেলেও আমায়,
সে শুধু থাকবে পাশে
হাতটি ধরে আমৃত্যু ভালোবাসার আগল দিয়ে।