বোবা সানাই
নরেশ পাটঘরা


ছেলেটা প্রতিদিন ভাবতো
রুপাইকে বলবে তার ভালবাসার কথা।


তারপর একদিন রুপাইকে বললো
"আমি তোমাকে ভালবাসি"।


রুপাই হেসে ছেলেটিকে
একটি গোলাপ চারা দিয়ে বললো,
যেদিন এই ছোট্ট গোলাপ গাছটিতে
গোলাপ ফুটবে
সেদিন আমি তোমাকে
ভালোবাসবো !


ছেলেটি প্রতিদিন
গোলাপ গাছের কাছে এসে দেখতো
গোলাপ ফুটেছে কিনা!
দিন যায় -মাস যায় -বছর যায়
তবু গোলাপ গাছে ফুল ফোটে না।
ছেলেটি হতাশায় দিন গোনে
আর
ঈশ্বরের কাছে প্রার্থণা করে
একটি গোলাপ ফুলের জন্য।


একদিন হঠাৎ
ছেলেটি শুনতে পায়
রুপাইয়ের বাড়ি থেকে সানাইয়ের সুর
ভেসে আসছে।
ছেলেটি দৌড়ে গেল তার বাড়িতে
দেখলো আজ রুপাইয়ের বিয়ে।


দু`চোখ ভরা জল নিয়ে
ছেলেটি রুপাইকে বললো-
এখনোতো গোলাপ গাছে ফুল ফোটেনি ?
তুমি আমাকে ছেড়ে চলে যাবে ?
আর কটা দিন অপেক্ষা করলে
হয়তো গোলাপ গাছে ফুল ফুটতো !


রুপাই গোলাপের মত
মুখ তুলে বললো ,
আমিতো গোলাপ চারা দিয়েছিলাম
আমার হৃদয়ের বাগানে
গোলাপ ফোটাতে !
তোমার অপেক্ষায়
কত দিন বসে ছিলাম ,
তুমিতো এলে না ?
আজ আমার বুকে ফোটা গোলাপ
আর
তোমার নয় বন্ধু !


ছেলেটি একছুটে গোলাপ গাছের
কাছে গিয়ে দেখলো ,
একটি গোলাপ ফুটেছে ।
ছেলেটি সেই গোলাপ এনে
হাসতে হাসতে গুঁজে দিল রুপাইয়ের খোঁপায় ।


রুপাই বললো
এত ভালোবাসা তোমার গোলাপে ?
কেন আর একটু আগে এলে না ?


ছেলেটি চুপ করে দাঁড়িয়ে থাকে
এক সমুদ্র বেদনা নিয়ে ;
বোবা সানাই শুধু কেঁদে যায় ।