বোদের দাগ
নরেশ পাটঘরা


বোদা জমির নাড়া গোছে
কতবার ক্ষত বিক্ষত হয়েছে পা ,
সারা গায়ে মাটির গন্ধ ,
তেলহীন শরীরে ফুটিফাটা চৈত্রের খরা ।
তুমি কোনো দিন আমার দিকে
ফিরেও দেখোনি
গেঁয়ো চাষা বলে ।


চাঁদ মাঝে মাঝে
খড়ের ঘরের ফুটো দিয়ে
উঁকি মেরে দেখে যেত
রাজকীয় আমার মাটির বিছানা !
তুমি কোনো দিন আসোনি
আমার ঘরে তোমায় মানায় না বোলে ।


জমির আলে এখনো বসে থাকি
প্রপিতামহের কথা শুনবো বলে ,
সে এখনো আমায়
বড় ভালবাসে !


শুধু তুমি এলে না
আমার অন্তপুরে একটি বারও !!