একটি মেয়ের যন্ত্রণা
নরেশ পাটঘরা


যে মেয়েটি বৃষ্টির মত কেঁদে
শিউলির মত ঝরে ;
তার স্বপ্ন সন্ধ্যা নামার আগেও
রোদ্দুর হতে পারে না ।


সবুজ পাতায় পাতায় আঁকে
কল্পনার আলপনা ,
নিজের সঙ্গে নিজের লড়াই ;
কাউকে দোষ দিতে চায় না ।
ঝরা পাতার শব্দ শোনে
সারা দুপুর জুড়ে !


এখন শরীর জুড়ে বিকেলের ছায়া ,
চোখে সূর্যাস্তের মায়া ;
মেঘেরা হাতছানি দিয়ে ছুটতে থাকে
একটুও সময় নেই বলে ।