কল্পনা
নরেশ পাটঘরা


আমি যদি রাধা হতাম
নীল যমুনার ঘাটে ,
তুমি এসে ঠিক দাঁড়াতে
কদমতলার মাঠে।


আমি যদি চাঁদ হতাম
তুমি হতে আকাশ ,
আমায় বুকে ধোরে তুমি
সদাই হতে প্রকাশ।


আমি যদি কলমি বনে
হতাম কলমি ফুল ,
ভ্রমর হয়ে আসতে কাছে
করতে নাতো ভুল!


আমি যদি মাটি হতাম
কুমোর বাড়ি গিয়ে ,
মনের মত গড়তে আমায়
ঠাকুর ঘরে নিয়ে।


আমি যদি প্রেম হতাম
তোমার বুকের মাঝে,
সারাটা দিন থাকতাম আমি
তোমার সকল কাজে।