কষ্ট
নরেশ পাটঘরা


কষ্ট একদিন মানুষকে বোবা করে দেয়।
তখন সে কষ্টের কথা বলতে
ভুলে যায় ।তার কথা
কেউ শুনতে চাইলে আর বলতে পারেনা ।
উদাস চোখে তাকিয়ে থাকে
আর ভিতরে যন্ত্রনা গাছের মতো
মাটিতে মিশিয়ে দেয় ।


কষ্ট একদিন মানুষকে বোবা করে দেয়।
হাজার আঘাতে সে
কাঁদতেও ভুলে যায়।
কেউ তাকে কাঁদতে বললে ,
যন্ত্রণার অতীত মনে করিয়ে দিলেও ;
কাঁদতে পারেনা। কারণ
সমস্ত কান্না তার মিশে গেছে
লবণ হ্রদে।


কষ্ট  একদিন মানুষকে বোবা করে দেয়,
ভালোবাসার তীব্র বিষে তখন সে
নীলকন্ঠ হয়ে যায় ।
সমস্ত যন্ত্রণার মধ্যে
মুক্তির পথ খোঁজে
  সব বাঁধন কেটে পালিয়ে যাবার।