নরেশ পাটঘরা


তোমার সময় নেই জেনেও
আমি অনন্ত সময় নিয়ে বসে থাকি
শুধু তোমার জন্য ।


তুমি আমার কথা ভাবো না জেনেও
আমি তোমার কথা ভাবি ,
একদিন তুমি ফিরে আসবে
এই আশায় !


তোমার চোখে এখন মুঠো মুঠো স্বপ্ন
আবিরের মত উড়ছে
কৃষ্ণচুড়ার বনে কিম্বা
প্রিয় কোনো মানুষের স্পর্শে
কিন্তু
এখনো আমি বসে আছি
তোমার অনুভবের স্পর্শ নিয়ে।


তোমার ছোট্ট হাসি এখন দেখিনা বলে
বুকের ফ্রেমে বাঁধিয়ে রেখে ছিলাম হাসি
সেই কোন সকালে !
এখন শুধু সেই হাসি দেখি
আর মন খারাপের দিনগুলো পার করি
তুমি ডাকবে ভেবে !