পরিনাম
নরেশ পাটঘরা


ভালোবাসা এখন আর দীর্ঘ পথ
হাঁটে না! বারবার রাস্তা বদল করে।
মূল্যবোধ মূল্যহীন হয়ে
মুক হয়ে তাকিয়ে থাকে সময়ের দিকে।


স্বার্থের চাকায় জীবনকে
বেঁধে দেয়। লম্বা ছুট।
জানে না কোথায় থামতে হবে,
কোথায় ভালোবাসার বন্ধন দৃঢ় করতে হবে।


চোখে অহংকার এর রঙিন চশমা ,
রক্তে ঔদ্ধত্য !
সময় অলক্ষ্যে হাসতে থাকে
পরিণামের কথা ভেবে।