রঙ
নরেশ পাটঘরা


বাতাস ভারী হয়ে আসছে বারুদের গন্ধে।
চারিদকে চাপা উত্তেজনা ।
সময় বদলে যাচ্ছে
বলছেন , পন্ডিতেরা !


কোথাও চাকরি নেই বলে
বেকার ছেলেটা
রাজনৈতিক পতাকা উঁচু কোরে ধরে ,
ইনকাম করবে বলে ।
এতদিনে জেনে গেছে
ঝান্ডায় ঝান্ডায় টাকা ওড়ে ,
যত ভারী দল
তত ভারী টাকার অঙ্ক ।


ফুটপাত জুড়ে সার সার পতাকা
স্বপ্ন দেখায় ,
দরিদ্রহীন ভারতবর্ষ
জাতপাত হীন সমাজ ।



শুধু ফুটপাতের উলঙ্গ শিশুটি
একমুঠো পতাকা নিয়ে
মায়ের কাছে বসে ;
রঙ চিনবে বলে !