সময়
নরেশ পাটঘরা


শুনেছি তুমি নাকি ঘর বেঁধেছ
পাহাড় চুড়োয়? মাঝে মাঝে
ঘুরতে যাও চাঁদের পাড়ায়
সাদা মেঘের ভেলায় চড়ে?


তারার মালা খোপায় পরে
সন্ধ্যাতারার টিপ দিয়ে
আস্ত রাগে ঠোঁট রাঙিয়ে
নীল শাড়িতে বেরিয়ে পড়ো
নতুন নতুন গ্রহের ঘরে ?


শুনেছি তোমার নাকি
আকাশজোড়া সুখের বাগান,
স্মৃতিরা সব ঘুরে বেড়ায়
স্বপ্নগুলো ডানা মেলে ওড়ে!
পরীরা সব তোমার সখি
সঙ্গ দেওয়া তাদের কাজ ।


তোমার বাসায় মাঝে মাঝে
যাবো ভাবি ।কিছুতেই সময়
আমার হয়না সময় করে।