সঞ্চয়
নরেশ পাটঘরা


কোন দিনই আমার সঞ্চয় করার
দরকার ছিল না, তবুও আমি
সঞ্চয় করি....... কারণ
আগামীকাল যদি
কেউ দেখার না থাকে ।
কেউ আহা বলার না থাকে !
অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে
পাশে বসার কেউ না থাকে !
তখন .......... "সঞ্চয় "
আমার সন্তান,স্ত্রী, প্রিয়তমা
আমার এহকাল পরকাল ।


কৃপণ আমি কোনো দিন ছিলাম না
আজও নই............ তবে
অপচয় করি না
কারণ অবহেলা যে কি কঠিন
সে আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি।
সত্যি কারের বাঁচতে গেলে
চাই নিঃস্বার্থ ভালোবাসা,
ত্যাগ, সহনশীলতা
যদি এ  সব না পাই
তখন পাশে থাকবে আমার
সারা জীবনের......... সঞ্চয়।


আমি কখনো নির্ভরশীলতা পছন্দ করিনা
তবে সহযোগিতা চাই
আদর চাই ,প্রশংসা চাই ,উৎসাহ চাই।
যদি না পাই
একা একা জীবনের দীর্ঘ পথ হাঁটতে
কখনো কৃপণের কাছে
অহংকারীর কাছে ,স্বার্থপরের কাছে
মিথ্যাবাদীর কাছে হাত পাতবো না।


আমার স্বপ্ন, আমার ভালোবাসা
রামধনুর মত নাইবা রঙ ছড়ালো
তবু আমি আমিই থাকবো।