সন্তর্পনে সরে যাচ্ছি
নারেশ পাটঘরা


তোমার থেকে একটু একটু করে
দূরে সরে যাচ্ছি ,সে বোধ হয়
তুমি জেনে স্বস্তি পাচ্ছো;  যে তোমাকে
আর হয়তো কখনো মুখ সরিয়ে নিতে হবে না।


এখন আর সকাল আমার জন্য
অপেক্ষা করে না, হৃদয়ের
ভাঙা কানাস্তারা বাজিয়ে
আমি আছি অস্তিত্বের জানান দিয়ে।


এখন আমি ফিরছি
খসে পড়া চিরকালীন
ভালবাসাহীন পুরানো বাড়িতে।


উপেক্ষা নিতে পারিনা বলে
শ্মশানের নিস্তব্ধতা সঙ্গী।
ধীর পায়ে পিছনদিকে হাঁটছি
কেউ সত্যি কারের মন দিয়ে
আমাকে ছুঁয়ে দেখলো না বলে।


অতি সন্তর্পনে এখনো সরে যাবার পালা।।