টলমল করে পৃথিবী
নরেশ পাটঘরা


শিমুল তুলোর মতো
উড়তে চেয়েছিলাম বলে,
আকাশ মেঘলা হল
বৃষ্টি নামল
ওড়ার স্বপ্ন মিশে থাকলো মাটিতে।


এখন হাজার চেষ্টা করেও
উড়তে পারিনা
খসে পড়ছে স্বপ্নের পালক!
পায়ে পায়ে আশঙ্কা
বৃষ্টির শব্দ আর অশনিসংকেত।


জন্ম আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে
চেয়েছিলাম
এক মুহূর্তের জন্য
সত্যিকারের বাঁচবো;
বিধাতার সহ্য হলো না।


এখন সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে
শুধুই টাল খাই
টলমল করে পৃথিবী।