তরল রাত্রি
নরেশ পাটঘরা


মেয়েটি সারাদিন গানে গানে
ভরিয়ে রাখত। স্বপ্ন দেখত
মানুষের হৃদয়ে পাতবে
ভালোবাসার আসন ।শোনাবে
নতুন সুরে ,ছন্দে ,দুঃখ ভোলানোর গান ।


ইচ্ছে ছিল তার স্বপ্নকে ছুঁয়ে দেখবে !
নিজের মতন করে বাঁচবে
এক বুক নিঃশ্বাস নিয়ে ।
ফুলের মতন ফুটে থাকবে
এক একটি গান মানুষের হৃদয়ে !
নারী পুরুষের উর্দ্ধে উঠে
সে হবে একজন শিল্পী ।


একদিন তার স্বপ্ন ভাঙল  !
তরল রাত্রির গা বেয়ে
গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো
চোখের নীল স্বপ্ন গুলো !


এখন মেয়েটি উদাস চোখে
তাকিয়ে থাকে  !
মাঝে মাঝে খোঁজে
রঙের মধ্যে অন্য কোন রঙ !
      ***********