মানুষ তুমি,
আরেকটু মানুষ হও;
আর সময়ের সাথে বড় হও;


এই ধরো অবুঝ কিছু কাজ
অযথা যুক্তিহীন বাকবিতণ্ডা
আর চিরায়ত সম্মোহনের
ঘুম চোখে হেঁটে চলা;


কথায় কথায় ব্যর্থতা ঢাকতে
ভাগ্যের দোহাই দেওয়া,
তোমাকে বড় ছেলেমানুষ ও আহাম্মক করে তোলে!


তুমি সময়ের হাতে ভাগ্যের ডাঙ্গুলি খেলতে নেমে
তোমার নিজস্বতা খুইয়ে দাও!


ভাগ্য বলে কিছু হয় না গো,
যদি হয় সেতো তালা বন্দি, বিকল;


চেষ্টা করো–
চেষ্টা চেষ্টা চেষ্টা অফুরান
যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছাও;
বারবার ব্যর্থ হয়ে দেখো,
ব্যর্থ হতে হতেই তুমি সফল হবে;
ভাগ্য জন্ম নেবে
সময়ের প্রতিটা পলে!


জীবনকে জয় করার মধ্যে মহত্ব কোথায়?
মৃত্যুকে জয় করতে পারাটা বড় কথা,
তুমি মানুষ ও মৃত্যুঞ্জয়ী হও!!