এ মন অবুঝ কেন,
কেন খুঁজে তারে,
যারে পাইনি আজও
জীবনের অভিসারে?
যে অচেনা প্রিয়ার
কটি ভাঁজে ভাঁজে
দোলানো বেনীসম
চপলা চোখের লাজে।
চলনে বলনে মননে
যা ঢাকা আবরণে,
তারেই যেন সাধে মন
কারণে অকারণে।
আলো নাকি আলেয়া
নাকি মায়া-মৃগ সমা'–?
খুঁজিনি বুঝিনি তারে
অস্পষ্ট যার, দাঁড়ি কমা!!