না বলা কথা, না বলাই থাক
জানতে চেওনা কখনও,
না বুঝে বলেছি, বুঝে নিও তা–
খাদ ছিল না তখনও।


সোনার হরিণ খুঁজি না আর,
ভাসি না তাই রোদনে,
আমার আমি'কে খুঁজে পেলে ঠিক
বলবো তাকেই গোপনে।।