ভালোবাসা ছাড়া আর চাইনা তো কিছু,
দিও গো দিও প্রিয় একটুকু ভালোবাসা।
এ মনের পিপাসা যত দিও গো ঘুচিয়ে
নিও গো ক্লান্তি হরে, জাগাতে নব আশা।
দিও গো দিও প্রিয় একটুকু ভালোবাসা।
আমি মরণের ওপার থেকে, দেখবো চেয়ে
তোমাদের পরে ভালোবাসার তৃষ্ণা বুকে
বেহেস্তি আতর সুরমা সম দিও গো ঢেলে–
আমারি নামের পরে, এটুকুই অভিলাষা,
দিও গো দিও প্রিয় একটুকু ভালোবাসা।
সুন্দর বলে যদি কিছু থেকে থাকে,
সুবাসিত আরো যদি কিছু হয়ে থাকে
সে তো আর কিছু নয় গো প্রিয়,
মনের উঠানে শুধু উথলিত আশা
দিও গো দিও প্রিয় একটুকু ভালোবাসা।
নিবিড় মগনে দেখিব নয়নে ক্রন্দন নাশা।
হবেনা বিফল ধরনীর ধুলিসম ভক্তির ভাষা
তাই দিও গো দিও প্রিয় একটুকু ভালোবাসা।।