মুখ ও মুখোশ
দুটোর মধ্যে তফাৎ শুধু–
দৃষ্টির প্রখরতা বা দূর্বলতা।


আগে মুখ দেখি
আর মুখোশ দেখি অনেক পরে
মুখের বদল হলে!


মুখোশ যখন স্বার্থের দ্বন্দ্বে
মুখটাকে ঢেকে মুখোশের আড়ালে চলে যায়,
কদাকার, ভিন্ন এক লোভাতুর চোখ দেখি–
লালচে কিম্বা পান্ডুর!


কে মুখোশধারী চেনা বেশ কঠিন–
কিছুটা সময় সাপেক্ষে;
ব্যক্তিবধের আয়োজনে ওদের
হাসির আড়ালে মুখোশ,
মিছরির ছুরি–চকচকে শাণিত।


যূপকাষ্ঠে ছাগশিশুর মতো
তোমার ক্রন্দন হয়তো ওদের
পুণ্য আর পূর্ণতার পুরুষ্ট ফসল।


মুখের ভিড়ে অজস্র মুখোশ,
মুখোশের আড়ালে পরিকল্পিত
নিষ্পেষন অথবা নিধনের ছক;
অথচ দেখতে ঠিক মানুষের মুখের মতই!!