স্বপ্নগুলো ঝরিয়ে দিয়ে
দগ্ধতায় নিজেকে ঝলসে  অতন্দ্র প্রহরায়
নারী তুমি কি পেলে?


সব ভাললাগার ছিন্ন তারে
পাঁকে নিমজ্জিত কামনায়
ওষ্ঠ রেখে,
অঘোষিত পতিতা,
নারী তুমি কি পেলে?


অনুশোচনার দংশন,
দহন রোদন দীর্ঘশ্বাসে
ক্রমাগত বসনের জীর্ণতা এনে
শত ছিন্ন আবরণে
নারী তুমি কি পেলে?


সমাজের দেওয়া বিধান, সংস্কার বিশ্বাস
মাথায় নিয়ে পথ চলতে চলতে
বুভুক্ষু পেটে
মিথ্যা হাসি ঠোঁটে এঁকে
নারী তুমি কি পেলে?


তুমি মা,       মমতাময়ী?
তুমি কন্যা,         আদরীনী?
তুমি বধূ,         সোহাগীনী?
হাজারো নামে ভূষিত নারী
তুমি কি বাস্তবে কোনদিন মানুষ হলে?


তোমার স্বপ্নের জগৎটাকে সরিয়ে দিয়ে
তোমার একঘেয়ে সত্তাকে আঁকড়ে ধরে
নারী, তুমি কি পেলে!!