নুন-পান্তার গল্প এখন বাসি হয়ে গেছে।
পান্তাবুড়ির নালিশ যত
নেতা মন্ত্রীর দরবারে–
কাঁঠালের আমসত্ত্ব দেখার মতো নাকি
চশমা নেই তার।


চোরের কথা ভেবে উনুনে বেল রাখার গল্পে
বেল বোমা, চকলেট বোমা, টিফিন বোমা;
সিঙ্গি মাছের কাঁটা  বনাম বন্দুকের নলা
সেকাল বনাম একাল–
দিনের আলোয় যত চুরি সব কাগজে-কলমে, মোবাইলে,
ব্যাংকের পাস বইয়ে!


পান্তাবুড়ির পান্তার হাড়ি
কিম্বা কাঠের উনুন জ্বালানো চুলা
কবে যেন লাটে উঠে গেছে –কে জানে!


গরম ভাতের আশায় পথ হাঁটে এখন
যারা মিছিলে মিছিলে,
স্লোগানে স্লোগানে;
বুড়ি জেনে গেছে পান্তার কদর নেই তাতে;
পান্তা চোর চামচিকির মতো করে ঝুলে– আনাচেকানাচে,
তাইতো গ্যাসের উনুন সামলাতে সামলাতেই
হিমশিম খায় পান্তা বুড়িরা।।