সবশেষে বলে যেতে চাই
আমার কষ্টের কারণ শুধু তুমি নও।
যেখানে জীবন-যন্ত্রণার প্রতিটা প্রহর
কদাকার–রহস্য ঘন; কিছু
পাথুরে হৃদয়ের বয়ে আনা
অসহিষ্ণুতা আর ঈর্ষার,
নির্বুদ্ধিতার চরম বহিঃপ্রকাশে
যেখানে বিবেচনা হীন যুক্তি-যৌক্তিকতা,
যেখানে অবলুপ্তির পথে বিবেক
মস্তিষ্কের কুঠুরীতে– খসে পড়া
পলেস্তারা সম!
–সেখানে সহানুভূতি বা আত্মিক প্রসারতা কোথায়?
অন্ধত্ব আর গোঁড়ামি শোধরানোর পরিবর্তে
বয়ে আনে যারা শক্তিশালী অনিয়মের শুদ্ধতা;
যেখানে চক্কর কাটে
ভন্ডামি আর চক্রান্তের
ঈগল সম হাজারো শিকারি!
সেখানে মানবিকতা'ই বা কোথায়??