তুমি অনিন্দ্য সুন্দরী
আমি খুঁজি ফিরি তোমায়।
কোথায় থাকো তুমি?


আমি খুঁজি তোমায়_
পাহাড়-নদী ঝ্র্ণা ধারায়
খুঁজি তোমায় সন্ধ্যা তারায়
সবুজ যেখানে সবুজে হারায়।


দিঘীর জলে নীল পদ্ন ঢলে,
ডিঙ্গী নৌকা শুভ্র পাল তুলে,
রাজপঙ্খী যেথায় খেলা করে
আমি খুঁজি শুধু তারে।


আকাশের নীল যেথায় দিগন্তে হারায়,
সাগরের ঢেউ মোহনায় মিলায়,
গভীর অরণ্য আঁধারে হারায়,
আমি খুঁজি সেথায়।


আমি খুঁজি তারে,
পূর্ণ জোছ্নার চাঁদে।
স্বপ্নচরে আকুল করে,
আমি শুধু চাই তারে।।


১৮ ই সেপ্টেম্বর ২০১৪
হালিশহর, চট্টগ্রাম।