প্রাণহরি স্কুলে পথের ধারে
দাঁড়িয়ে থাকতো এক কালো ছেলে
সেই পথটা ধরে এক বালিকা যেত
ছেলেটি সেই পথে বসে রতো ।।
মেয়েটি যেই পিছু ফিরে
স্কার্ফের ফাঁকে এক হাসি দিতো
ছেলেটি ওমনি পাগল হতো ।


যখনি বাজতো ছুটির ঘটা
ব্রিজের কাছে ছেলেটা যেতো
দূরে দাঁড়িয়ে দেখতো যেতে
মেয়েটি তাকাতো পিছনে ফিরে ।।
যখন জানলো নামটি তার
তাহমিনাকে সে তামুই ডাকে
মেয়েটি যে শুধুই হাসে ।


বিকেল হলে বাড়ির ছাদে
ছেলেটি তাকাতো জানালা দূরে
মেয়েটি বসে আছে জানালা ধরে
তাকিয়ে আছে সে আনমনে ।।
এভাবে কাটে তার দিনের বেলা
মনটা শুধু তার করে খেলা ।


রাতের বেলা সে ভেবে বসে
মেয়েটিকে বলবে সে ভালবাসে
সকালে গেলো সেই মেয়েটির কাছে
এলোমেলো চুলে তার সামনে আসে,
বলে, কাল সকালে তারা যাবে চলে ।।
হঠাৎ করে যেন কি হল
ছেলেটি তখন জ্ঞান হারালো ।।


(সত্য ঘটনা অবলম্বনে)