শুনি  আমি তোর পায়ের ধ্বনি
রুমঝুম বাজে নুপুর  দু'খানি
কখনো ঘুমের ঘোরে দেখা স্বপ্নেরই মত
কখনো বা হারানো জবাব শত
কখনো জোছনায় মুখ আঁকা
আমার মনের মত


কখনো স্রোতস্বিনীর ধারা
কখনো আলেয়া হয়ে ঘেরা
কখনো আশার ভেলা
মনের মত তুই
কখনো জোনাকীর আলোর মায়া
কখনো কাশ ফুলের ছায়া
কখনো সকালে শিউলি ঝরা
মনের মত তুই


শুনি  আমি তোর পায়ের ঐ ধ্বনি
লুকিয়ে আছিস  আজো তুই
হৃদয়কোণ এ কোথাও যে খালি
তোরই ছিলাম আমি
কেন যে তুই মানলি না
ভালোবাসায় কমতি ছিলোনা
তুই আজো জানলি না


তোর মাঝেই বেঁচে ছিলাম আমি
তুই কভু মানলি না
মানলি না...
শুনি  আজো তোর পায়ের ধ্বনি  
লুকিয়ে আছিস  আজো
হৃদয়কোণ এখনো যে খালি