মনে এঁকেছে যারই ছবি
হারিয়েছে তাকেই কবি
ভাবছে যখন লিখবে
ভুলেছে তার সবই
ভেবেছে লিখবে তবু কিছু
ভাবনা ছাড়ছে না যে পিছু
এই হারাবার ভয় কি
দখল করে নেয় সবকিছু
তাই ভাবনা ক্রান্তিকালে
তুমি ভালোবাসো যারে
যদি হাতটা তারই ধরো
যেতে দিয়ো নাগো তারে
যেতে দিয়ো না তারে ।।
ভালোবাসাটাই যে এমন
তুমি বাসবে ভালো যত
দেখবে বাঁধা পথে পাবে
তুমি শত শত
যতই খুঁজবে তারে
সে যাবে তত দূরে
মন বলবে তোমারে
তুমি চিনেছো কি তারে ?
তবু কেন তুমি ভালবাসো
শুধুই যে তারে।।
ভালোবাসাই এমন যায়না ভোলা তারে
যতই ভুলে যাকনা সে কভু তোমারে
তাই ভালোবাসো আপন
ভালোবাসো পরকে
বুঝে যদি স্রষ্টা
সে ফেরাবে না তোমারে
ফেরাবে না তোমারে!!