বছর আসে বছর যায়
যদি কিছু বদলায়
তবে তা সময়!
বাড়ে ব্যস্ততা,
স্মৃতি হয় ধূসর
মুখ ও মুখোশের অন্তরালে
জমে যায় বদলের খেলা
কখনো সময় কখনো আমি
বদলে যাই
নম্র ভদ্র বকবক স্বভাবের তরুণ
হয়ে যায় হিংস্র লম্পট স্বার্থান্বেষী
বন্ধু বৎসল তরুণ হয়ে যায় খ্যাপাটে মধ্যবয়সী
বদলায় দিন বদলায় স্বভাব বদলে যাই আমরা
রয়ে যায় মুখবই আর ধূলো ধূসর ফোটোগ্রাফ
আর স্বপ্নের কামরা