আচ্ছা তুমি কি জানো!
প্রহেলিকা হতে কুহেলিকার মায়ায়
আটকে পড়া আমি
কার জন্যে থমকে দাঁড়াই
নিশীথ রজনী যামী
আচ্ছা তুমি  কি জানো
সাগরতলের গভীর জলের খোঁজ
যেথায় আমি নিত্য দেই ডুব
মন নামের অতল পাথার
সেথায় হারাই আমি রোজ
খুঁজেই চলি আমি
খুঁজি স্মৃতি ভোলার পথ
বিষণ্ণতা আসে -
চড়ে হাওয়াই মিঠাই রথ।
আমি কল্প লোকে থাকি
কভু গল্প বুনি মুখে
আমি আপন আলয় বন্দী
থাকি পাগল প্রেমে সুখে।
আমি উচ্ছ্বাসেতে মাতি
মুখে আঁটি কঠিন মুখোশ
আমি চলি আমার মত
মেখে আউলা বাতাস ধূসর।
লোকে লালন সাঁইয়ের গানে
আঁকে আপন প্রহেলিকা
আমি হাসন রাজার প্রেমে
বুনি নিত্য কুহেলিকা।
আমি মীরার দোঁহা শুনি
শুনি কৃষ্ণ প্রেমের রাগ
লোকে মন্দ আমায় কহে
নেয় পাপ পুণ্যের হিসাব।
তবু আত্ম প্রেমে আমি
খুঁজি তোমার পায়ের ছাপ
আমি নিত্য কলম তুলি
বুনি আপন বিষাদ রাগ-