আচ্ছা তোমরা কি ভালবাসতে জানো!
যদি বলো জানি আলবাত জানি
তবে কেন অন্যের কথায় নাচছো বলো?
তোমরা তো জানো কি দুঃসহ যন্ত্রনা
বুকে স্বপ্ন নিয়ে জেগে থাকা
সেই স্বপ্নকে ছুঁতে গিয়ে
রাত্রি দুপুর জেগে থাকা
তোমরা তো জানো
তোমরা তো মানো
স্বপ্ন পূরণের বয়স তো এখন
তবু কেন পরের কথায়
আটকে ফেলো খাঁচায় জীবন!
আমি তো উড়তে জানি
ঐ আকাশ আমার মুঠোয় ভরা
তবু যাদের পাখা কাটা
তাদের কথায় শেকল পরা
আমরা পারি খুবটি করে ধরতে টেনে
তারা তারায় রটিয়ে দিতে
দস্যি অতি সে দুষ্টুমিতে
কিন্তু আমার স্বপ্ন যে তোমার দানে
আমার সাফল্য দেয় না ধরা কি তোমার মনে?
তাই বলছি হেসে একটু কেঁদে
মনটি আমার পড়তে জেনো
তোমার হাসায় তোমার বকায়
লূকোই কেন কান্না গুলো