অধ্যায় চলে যায়
গল্প রয়ে যায়
বয়ে চলে নৈঃশব্দ্য
বয়ে চলে রাত
হাজার বছরের সেই স্মৃতিময়
ক্রান্তিকালীন রাত
এই রাতের কোন গল্প হয় না
যা হয় তা মনের সাথে মনের কথা
যা হয় কতটা লোক দেখানো
কতটা অভিনয়
অভিনয় সে আমি ভালোই পারি
যখন বুকের বোঝা না যায় বওয়া
সবাইকে অবাক করে তুলি
খুশীর ধোঁয়া
লুকোই মনের গোপন কথা
দ্বিধা তা হাসির মায়ায় আঁকা
চোখ ধূলো মাখা এক গ্লাসে ঢাকা
কান্না তা যায় না দেখা
হাসি আমি কলকলিয়ে
পাহাড়ী ঝর্ণার মত ছলছলিয়ে
তা দেখে না যায় আমায় চেনা
মনের আমার হাজার দেনা
তবু আমি রাত টা জাগি
দু'চোখে নেশা তোমার মাখি
হারিয়ে তুমি যাবে কোথায়
মিশে আছো হৃদয় পাতায়