আচ্ছা ভালোবাসা বুঝি একবার আসে
মানুষ শুধু
একবার-ই নাকি ভালোবাসে!
আমি অবাক হয়ে ভাবি
তাহলে যে সঙ্গী বদল দেখছি আমি
তা কি শুভঙ্করের ফাঁকি?
আসলে ছাকনি দিয়ে মনকে মাপি
হৃৎপিণ্ড কি মন না শুধুই
রক্ত সঞ্চালন পেশী?
আমি আপন মনেই ভাবি
আমি যারে ভালোবাসি
সে কি আসল
না তাতেও রয়েছে দেয়া মাসুল বাকী?
আচ্ছা হাসছি আমি আপন মনে
ভাবছি কেন এমন করে
আমি তো ভালোবাসতে জানি
বলতে পারি না হয় নাই বা বলি
মনের কথা গোপন করি
আজ আমিও না হয়
তা'রে আপন জানি?
আবার মনে প্রশ্ন জাগে?
যাদের আমি আপন ভাবি
তাদের কান নয়
মন যে নিয়েছে চীলে
তারা আজ আত্মগোপনে
আপন আপন স্বার্থ ধরে
তবুও আমি ভালোবাসি
বলী না বলি নিজেই হাসি
ভালোবাসা নয় কারো দেনা
মূল্য দিয়ে তা যায় না কেনা
তবু আমি ভালোবাসি