আচ্ছা কখনো কি এমন হয়েছে
প্রচন্ড রাগ এসে মিশে গেছে অনুভবে
কখনো কি জমেছে তীব্র ক্ষোভ
মানুষ হ'য়ে জন্মেছি যখন
সইতে তো হবেই
কাম-ক্রোধ-দ্বেষ-লালসা-লোভ
তবু মিছেই শতেক আলাপ
মুখে এঁটেছি মুখোশ
স্বার্থের দরবারে এসে করেছি
মনের সাথে আপোষ
এভাবেই কেটেছে দিন
কাটছে আমার রাত
অভিনয় হচ্ছে সত্যি
সত্যি খাচ্ছে মাত
আগে ভাবতাম না অতশত
মিশতাম মন খুলে
বয়স বাড়ছে যত
ভুলের পরিধি যাচ্ছে বেড়ে
আজও যন্ত্রণায় এপাশ ওপাশ করি
ভাবি বদলে আমি যাবো
দিনের শেষ গোধূলির
আবীর আমি হবো
না পুরনো আমি
কিভাবে এমনি বদলে যাবো
যার তরে ভাবনা শত
তার আঘাত সয়ে কি রবো
ওপাশে তেপান্তর
মনের এপাশে মরুভূমি
বাধিয়াছি যে ঘাটে অন্তর
সেথায় রাত্রি নিশীথ যামী
পরিবর্তন এর লয়
পরিবেশ বদলেছি আমি
অভিলাষ কি পূর্ণ হবে
জানেন অন্তরযামী