জানো তোমায় ভেবে ভেবে
লিখতে আমি ভুলতে বসি
আধো ঘুমে আধো জেগে জেগে-
শুধু তোমার কথা ভেবে,
মনের জোনাক জ্বলে নেভে
সুপ্ত মনে ফুলঝুরি মোর
গায় অহর্নিশের ঐকতান।
চোখে আমার নিশির যে ঘোর
শুধুই যে সে তোমার-ই অবদান।
প্রতি মুহূর্তের এই জাগরণ
জানাচ্ছে তোমায় আমন্ত্রণ
বাঁচতে চাইছে তোমাকে ঘিরে-
কেন যে রজনী করে এমন?
এই যে নিঃশ্বাসে শিহরণ কামনার
চাইছে তোমায় জড়াতে আবার
চাইছে শুধু তোমার কাছে আসার।
কাম ক্রোধের ঊর্ধ্বে এই মন
ভেবোনা যে চরিত্রের হনন
ভালোবাসার বহ্নি তে জ্বলছে
শুধুই মনন।
আমি যদি হই রবির ঐ তাপ
তুই যে সাঁঝের মায়ারই ছাপ
তোর মাঝে তুই আমায়
মিশিয়ে নে-
আমি যে তোর অস্তিত্বে মিশে
তুই বাঁচিস যার পরশে
সাথী হয়ে আমায় তোর সাথে
চলতে তো দে।
চলে আয় এই বাহুডোরে
মিশে যা আমার প্রশ্বাসে
জীবন আমারই হয়ে যাক
তোর পরিচয়-
(প্রতি মুহূর্তের এই জাগরণ
জানাচ্ছে তোমায় আমন্ত্রণ
বাঁচতে চাইছে তোমাকে ঘিরে-
কেন যে রজনী করে এমন?
এই যে নিঃশ্বাসে শিহরণ কামনার
চাইছে তোমায় জড়াতে আবার
চাইছে শুধু তোমার কাছে আসার।।)
জানো তোমায় ভেবে ভেবে
লিখতে আমি ভুলতে বসি
আধো ঘুমে  আজো আধো জেগে -
#তোমায়_ভেবে