বোশেখ এসেছে
দেখেছুন
বোশেখ এসেছে
কাল বোশেখীর
রুদ্র রাগে
আকাশ মেতেছে
উড়ছি দেকো শাড়ীর আচল
ঘরের চালে বাজ
লালী যে হোথা মাঠে বাঁধা
সাঁঝ নেমেছে আজ
আমি গেলুম জল আনিতে
আকাশ দেখো ভাসে
চক্ষু তলে মুই দেখি না
ধূলো ঝড়ের আঁচে
পরানের বাপ কনে গেলো
দুয়ার খুলি হায়
কি হতি কি ঐ হয়ে যায়
পিলেডা চমকায়
এমুন সময় দোরগোড়াতে
কারা উরা এলো
কালো কাপড় পিন্ধে কেন
মুখডি কালো কেন
কারা হেতা চাপি ধরি
আমায় এমন ঠাসি
দম যে আমার এমতে গেলো
গেলো জীবন নাশি
তার পরে আর নেইকো মনে
কোথা কি যে হলি
অঙ্গে কেন এত জ্বালা
জীবন গেলো ঢলি
মরার আগে ও পরাণের বাপ
পামু নাকি দেখা
চোখের কোণে অন্ধকার
আর বুকে হারার ব্যথা-