তুমি কি কখনো সমুদ্র দেখেছ-
শুনেছ শঙ্খচিলের ডাক
তুমি কখনো সমুদ্র দেখেছ-
সোনা রঙে রাঙিয়া আসে যেথায়
রামধনু রঙে রাঙানো বর্ণীল
প্রভাত।


তুমি কি কখনো সমুদ্র ছুঁয়েছ
নেমেছ কি সে জলে
পায়ের পাতা ডুবিয়ে হেঁটেছো
প্রিয়তমার হাতটি ছুঁয়ে


সমুদ্র সে উদার হাতে
দিয়েছে হাজারো সুখ
সমুদ্র কি কখনো উজার করেনি
অচেনা মায়ের বুক ?


আমি সমুদ্র ভালোবাসি
ভালোবাসি তার রূপ
বিশালত্বের মাঝে হারানোতে আছে
অজানা-অচেনা সুখ।


সমুদ্র যে অনেক ভালো জনসমুদ্রের চেয়ে
জন সমুদ্রে খালি উত্তাল দাবি
এটা ওটা সেটা চেয়ে


তুমি কি জানো স্বপ্নে আমার
সমুদ্র রোজ আসে
শঙ্খ ছুঁতে গিয়ে আমার
ঝিনুকেতে হাত ফাঁসে


স্বার্থ আমার বেজায় খুশি
মুক্তোতে হবে লাভ
জানি নি আমি সে মুক্তো হবে
আজীবনের অভিশাপ।


বিষ হতে বিষ ছড়ায় হৃদয়ে
মুক্তো যে তারই নাম
জীবন কাটছে হাজারো দায়ে
শুধিনি তাহারও দাম।


আজও আমি ভালোবাসি সমুদ্র
ভয়াল হোক না আঘাত
তোমার প্রতি ভালোবাসা মানে না
কুটিল কোন প্রভাত।