আজ না হয় একলা পথিক
একলা কাব্য হোক
আজ না হয় মৃগনয়না
তোমার গল্প হোক
এইতো সেদিন খুব সে কি দূর
মাত্র গত বছর
বেকার আমি ধারে হলেও
গুনেছিলাম প্রহর
ছোট একটি আংটি আর নামের আদ্যক্ষর
নিয়ে কাজের ফাঁকেও আমি গিয়েছি সত্বর
না জানি মন ছিল না দলে
তোমার মনের ঠিকানা তখন
অন্য শতদলে
তবু হার মানিনি আমি
ভেবেছিলাম সব কিছু থাক
দেখবো মুখটি খানি
আর আজ
ক্যাসানোভা আমি আজ কে কোথাও
তো কাল অন্যখানে পাড়ি
হয়তো এমনটাই হবার কথা ছিলো
যার বিশ্বাস ধূলোয় মেশা
সে কবে কোথায় কাহার হবে
সে তো পাগল সেই কবে থেকে
পাগলের সুখ সেতো মনেই রবে।
তবু ভালোবাসা আসে ভালোবাসা যায়
দিবসের রূপে গল্প কাব্য গান
নাটকেও ঠাই পায়
তবু বিশ্বাসী ভালোবাসারে
যদি অতটুকুই না থাকে
মায়া ঘৃণা মনোভাবে
তাহলে যে মনুষ্যত্ব টাও
বৃথাই হয়ে রবে
#বাসিওভালোতারেযেমনপাড়ে