আমার মুখে নেইকো হাসি
আমি যে নিজ দেশেই পরবাসি
কি করে বোঝায় তোমায়,ওগো আমার প্রভু
আমি একজন নিতান্তই ছাপোষা সংখ্যালঘু


উঠতে বসতে টোক আমায়, উঠে বসতে বকো
সুযোগ পেলেই আমায় নিয়ে রাজনীতি করো
বছরজুড়ে শোষণ-পেষণ নিপিড়ন, সবকিছুই চলে
ভোলটা তোমাদের পালটে যায়, ভোটের সময় এলে

আমি একজন সংখ্যালঘু, দাবার চালের ঘুটি
যে যেদিকে ছোটাও তোমরা, সেদিকেতেই ছুটি


এছাড়া আর পথ কি আমার,কি করি উপায়?
বেঁচে থাকার দায় যে বড়, বেঁচে থাকা চাই।