একটি গাঢ় অন্ধকারের মধ্যে থেকে আমি-
তলিয়ে যেতে যেতে ক্রমশঃ লুকিয়ে যাই,হারিয়েযাই
হারিয়ে যেতে যেতে আমি, মিলিয়ে যাই
অগনিত তারার মাঝে লুকিয়ে যাই
লুকিয়ে যাই-আমি গভীর আঁধারে
পরিশিষ্ট আর কিছুই থাকে...
আমি মিলিয়ে যাই ক্রমাগত দূর সীমানায়...
আমাকে ছোঁয়ার আর সম্ভাবনাই নেই কারো-
কারণ আমি নেই আর...
তুমি হয়তো এখন বলবে তুমি তো ছিলে অবারিত দ্বার,
তবু কেন পারিনি আমি তোমাকে ছুঁয়ে দেখতে একটি বার।
আজ আর নেই সময় তার হিসাব মেলাবার,
আমি আজ ছুঁয়েছি বিশ্ব অপার...
মিশেছি অসীমে-
আমি হেরে গেছি, বলিনি তোমাকে।
তবু তুমি যদি তাই ভাব-এবং তাই ভেবে ভাল থাক,
তবে ভালো থেকো, তোমার জন্য আমি হারব বার বার।