একটা ছোট্ট নদী ছিল
নদীতে মাত্র এক হাঁটু জল
বিস্তৃত দুপাশে বালু আর বালু
তারপর ধানক্ষেত
এ নদীর নামটি অঞ্জনা নয়
তবুও নদী তো! নামটি বেশ কাব্যিক!! চন্দ্রভাঙ্গা!!
মানে চাঁদের ভাঙ্গা অংশ বা টুকরো
কে দিয়েছিল নামটা জানিনা.......
কিন্তু খুবই সুন্দর
নদীর দুপাশে ক্ষীণ কিছু ঘর বসতি আছে
তাতে থাকে নিতান্তই সাদামাটা কিছু মানুষ
তারা স্টক মার্কেট বোঝে না। ট্রাম্প-পুতিন বোঝে না।।
তারা ঊদয়াস্ত ফসল ফলায়, কিন্তু নিজের পেটে অন্ন যোগায় অতি কষ্টে।
তারা ঋণ খেলাপি নয়, তারা মার্সিডিজ চড়ে না
পৃথিবী উল্টে গেলেও, তারা শুধু তাদের কাজই করে যায়
তারা আমাদের ভাত যোগানোর কাজটা করে খুব মনোযোগ দিয়ে
তবু তারা ক্রমাগত বঞ্চিত হচ্ছে বিভিন্ন সময়ে
এবং এক সময়ে হয়তো হারিয়ে যাবে
যেমনভাবে নদীগুলো হারাচ্ছে
হারাচ্ছে মাঠ, নীল আকাশ, শ্বাস নেয়ার মত বিশুদ্ধ বাতাস।।