তোমাদের মাঝে আজ আমি আছি
হয়তো থাকব না কাল
সময় তো গড়িয়ে যাচ্ছে এক অনাদি কালের দিকে
ক্রমাগত ক্ষয় হচ্ছে ভূপৃষ্ঠ
এ পৃথিবীর কিছুই নয় অবিনশ্বর
এমনকি আমিও


আজ যা আছে কাল তা থাকবে না
এটাই সত্য এবং সতঃসিদ্ধ
পরিবর্তন অবশ্যম্ভাবী
তুমি কিংবা আমি, নই তার ব্যাতিক্রম


ছিন্ন করে সমস্ত বন্ধন একদিন
তোমাকে এবং আমাকে যেতে হবে দূরে
হ্যাঁ-বহু দূরে, যেখানে থাকবেনা কোন বৈভব
কোন এক স্থান, চরাচরহীন।