দারুন কিছু গল্প আজ মনে পড়ে
ছোট বেলার ঝাপসা স্মৃতি, আলগা করে
নদির বুকে নৌকা ঠেলা
আষাঢ় মাসে, রথের মেলা

পুকুরপাড়ে হাওয়া খাওয়া
ঝোপের ঝাড়ে হারিয়ে যাওয়া
ডাংগুলি আর গোল্লা ছুটে
উঠতো যখন মাঠটা কেঁপে


মনে পড়ে আবছা ভাবে
শিত সকালের গরম রোদে
মায়ের হাতের পুলি পিঠা
বাবার চাদর আলতো করে।