আমি প্রবাসী সুখ বিলাসী,
সুখের সীমানা নাই,
গ্রাস করেছে সুখে আমায়,
ভালোই টাকা কামাই।
আছে টাকার পাহাড় এতো বড়ো,
নিজের কাছে নাই,
এতো টাকা আছে অথচ
না খেয়েও দিন কাটাই।
সুখ নামে সে দুঃখ আমার, নিত্য দিনের সাথি,
সেই দুঃখ আমি গোপন রেখেছি,নিজের মনেই রাখি।
দেশ গড়ছি,পরিবার গড়ছি,
নিজেকে গড়লাম কই আর?
ভাবতে ভাবতেই পার হয়ে,
বছরের পর বছর আমার।
শেষ বয়সে সুখের আশায়
যৌবনকাল করলাম শেষ,
সবার সাথে কথা বললেও,
মুখে রাখি তবু হাসির রেশ।
তবুও তারা ভালো থাকুক,
ভালোবাসে দিক আমার দাম,
তবুও তো জীবনে সার্থক হবে,
আমার এই রক্ত ঝরা ঘাম।