রিপুর তাড়নায় ছুটে চলছে অবিরত
নেই চন্দ্র-সূর্যের খোঁজ,
পাঁচ মন্ত্রের এক মন্ত্র রয়ে যাচ্ছে বাকি
হাজার খুঁজলেও মিলবেনা সোনার খোঁজ।


কামের ফাঁদে পা দিয়েছে
আর পাবেনা সোনার মানুষ,
তড়িৎ রিপুকে দণ্ড দিতে পারিলে
ফিরে পাইতেও পারো হুঁশ।


আপনাকে চিনতে পারিছে যে জন
অচেনাকে চিনবে সে,
করিলে সাধন খুঁজে পাইবে সেথা
মানুষ রূপে এক জীবের মন।


গুরুর চরনে ঠেকাইয়া মস্তক
পার করিতে হবে জনম,
গুরু ভক্তি তাতে মুক্তি
তাকে ভাবিতে হবে আপন।


আমরা অধম আগায় না কদম
পারি দিতে হবে পুলসিরাত,
অচেনাকে চেনার চক্ষু দিয়ে দাও
হে পরওয়ারদিগার।