আর কত পথ পাড়ি দিলে বলো
নীরবে নিদ্রা যাবে ?
আর কতগুলো যুদ্ধ হলে আরো
তোমরা শান্ত হবে ?

আর কতবার ঊর্ধ্বে তাকালে
আকাশের ছোঁয়া লাগে ?
আর কতকাল বন্দি হলে বলো
মুক্তির স্বাদ জাগে ?

কান্নার ধ্বনি কতবার শুনে
চোখ দুটো জলে ভাসে ?
কত মানুষের মরণ হলে আরো
মৃত্যু দুয়ারে আসে ?

আর কত গোলা হানলে আঘাত
বিদ্রোহী বধ হবে ?
ক্লান্ত পায়রা কত পথ গেলে
বিশ্রাম নিবে ডানা দুটো মেলে ?

সভ্যতার দ্বারে কড়া নাড় মিছে
উত্তর আছে হৃদয়ের কাছে।।