সুন্দরের অমোঘ হাতছানি
নিয়েছে আমাকে টানি
তব দুয়ারে, নির্লিপ্ত প্রহরে
দুর্বোধ্য আবেশে, চলেছি অজানা দেশে
আরও একজন সহযাত্রী
আমার শিয়রে এসে
ফিস ফিস করে প্রশ্ন করে—
"কেন এই পথচলা ?"
আমি বলি,
“শুধু সুন্দরের তরে”
বলে সে অকপটে-
“সুন্দর আমি, সত্যের পূজারিণী
উৎসর্গ করেছি মোরে
কেবলি সত্যের তরে”
“পরম বন্ধু আমার
এতদিন কোথায় ছিলে?
পাইনি তব দেখা,
আমি শিল্পী
তুমি শিল্প  আমার।
আমি কবি
তুমি আমার কবিতা।"