একটা প্রশ্ন তোমায় মাগো;
নীল আকাশ কে করলে?
একটু পরে আকাশ জুড়ে
কালো মেঘ কে আনলে?


জোসনা রাত আকাশ জুড়ে
তারার ঝিলিমিলি,
আবার মাঝে-মাঝে যায় না দেখা
অন্ধকারে আমরা কেন
প্রদীপ শিখা জ্বালি।


প্রভাত বেলা গাছে-গাছে
পাখি কেন ডাকে?
ছোট ঘরে অন্ধকারে
মোরগ কেন হাঁকে?


জীর্ণ-শীর্ণ ঘাসের ডগায়
শিশির কেন জমে?
কিছু গাছের পাতা কেন
চোখটি বুঝে দমে?


সকাল বেলা সুর্যের আলো
কতো ভালো লাগে
দ্বি-প্রহারে সুর্যের আলোয়
কেনো অনল শিখা লাগে?


হঠাৎ বিভা, হঠাৎ তিমির
কে করিলো মা?
কোথাও রোদন, কোথাও বৃষ্টি
কোথাও সৌর ঝর্ণা।


ধনী গরীব কে বানালো
কোথায় পেলো টাকা?
গরীব কেন অনাহারে
পকেট থাকে ফাঁকা?


বর্ষা কালে এতা পানি
শীত কালে কেন নাই?
মনের ভিতর এতো প্রশ্ন
জবাব কোথায় পাই।