পুরাতন কে ধরো


নতুন কিছু ছারো,
এবার নতুন কিছু ছারো।
নকগুলো সব ছাঁটো;
চুলগুলো সব উঁচু ক’রে
হাত দিয়ে হাঁটো;
গরাগরি করো, লাফাও,
ডিগবাজি খাও, ওড়ো;
হট্টিটি পাখি হয়ে,
পাগুলো সব ছোঁড়ো;
ইঞ্জিন গাড়ি ছেড়ে এখন
গোড়াগাড়ী চড়ো,
নতুন কিছু ছেড়ে এবার
পুরাতন কে ধরো।


ক’টা ডাল ভাতের দফা কর সাবাই রফা,
কর শিগগীর বিলাসিত নিবারণী সভা;
প্যান্ট ছাড়ো, কোট ছাড়ো,
নাইলে নিভে গেলে;
প্যান্ট কোট হয়েছে যে নিতান্ত সেকেল;
চাওমিং ফ্রাই ছাড়ো, ভর্তা ভাজি ধরো;
----নতুন কিছু ছেড়ো এবার
পুরাতন কে ধরো।


কিম্বা খাটো, পড়া শুনা রাখো;
যা শিখেছো তাই দিয়ে দেশের তরে রটো;
চুরি পেশা ছাড়ো, কোদাল হাঝি ধরো;
ঈমান শক্ত করার জন্যে,
কুরআন হাদিস পড়ো;
--নতুন কিছু ছেড়ো এবার
পুরাতন কে ধরো।



কি শিখেছো? কি জেনেছো? ডিগ্রীতে কি হবে!
টাকা দিয়ে চাকুরি নিচ্ছে, বিদ্যা কিসে রবে!
কাগজ কলম ছাড়ো;
কর্মতে মন রাখো;
দেশে কাজ নাহি পেলে
বিদেশেতে ছোটো;
একটা কিছু করো,
---নতুন কিছু ছেড়ে এবার
পুরাতন কে ধরো।


পৃথিবীতে দেখো, মরছে মানুষ কতো;
কুনো ব্যাঙের দাপট দেখে, সাপে হেঁসে অস্ত;
আর কিছু না পারো,
বউকে ধরে মারো;
মাথায় তুলে নিয়ে না হয়
নাচো ভালো আরো!
মর্তে যদি থাকো, এসব কিছু ছাড়ো;
একটা কিছু করো,
----নতুনকে বাদ দিয়ে এবার
পুরাতন কে ধরো।